Isolation। GundaPanda for the COVID19 survivors

এ জার্নি ক্লান্তির, কষ্টের, সময় ভুলে যাওয়া বিষাদের। প্রতিটি দিন গুনে এ পথ যারা পাড়ি দিচ্ছে কেবল তারাই জানে দম আটকে গেলে কেমন লাগে! কেমন লাগে পরিচিত হাওয়া ছুঁয়ে দেখতে না পারলে। প্রতিদিনই আমাদের চারপাশে কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন করোনাভাইরাসে। তাদেরই কেউ হয়ত একলা যুদ্ধে হার মানে মৃত্যুর কাছে। প্রতিদিন মর্গে লাশের মিছিলে যুক্ত হচ্ছে নতুন নতুন মুখ। তবু এখন বুঝি বেঁচে আছে হার মানার আত্মবিশ্বাস। সে বিশ্বাসেই সারাবিশ্বে লড়াই চলছে করোনার বিরুদ্ধে।        
         
Isolation। GundaPanda for the COVID19 survivors 
 
এ যুদ্ধ জারি থাকুক! শুধু কেউ নিজেকে একা না ভাবুক। তাদের কানে বাজুক বিশ্বাসের গান। আইসোলেশনে থাকা মানুষদের একাকী যাত্রায় পাশে থাকতে গুন্ডাপান্ডার নতুন এ গান। 
অনেকের মাঝে একা থাকার বাস্তবতা, সমাজ থেকে অচ্ছুত হওয়ার আশংকা বা করুন পরিনতি কোনো কিছুই মনোজগৎ এড়ায়নি অনুপ আইচের লেখায়। বাঁচা-মরার এই প্রহসনে হৃদয় দিয়ে হৃদয় বোঝার চেষ্টা করা হয়েছে প্রতিটি শব্দে। আর এমন ভাবনা থেকে হয়ে ওঠা কবিতা গান হয়ে প্রাণ পেয়েছে শুভ্রা ও মুয়ীজের অসীম প্রচেষ্টা ও ভালোবাসায়!

Vocal & Tune : Shubhra Baidya 
Lyrics : Anup Aich
Music Director : Muiz Mahfuz 
Photo Credit : Rajib Dhar 






Disclaimer : we do not host any video , we collect all information different source which is available in Internet .

0 Comments

Follow Me On Instagram